বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোনপাড়া এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ওই এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনের পাশে গামছা দিয়ে হাত বাঁধা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
নিহতের পরনে লাল গেঞ্জি ও ধূসর রংয়ের প্যান্ট রয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
এসআই জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আরএস/এএটি/জেডএস