ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ফতুল্লায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেওভোগে পূর্ব শত্রুতার জের ধরে হারুনুর রশিদ (২৮) নামের এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টায় ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকাতে এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘটে। নিহত হারুনুর রশিদ দেওভোগ নাগবাড়ি এলাকায় কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

তার বাবার নাম শরিফউদ্দিন। তিনি ফতুল্লার শিবু মার্কেট এলাকাতে ‘এআরএস’ নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিক।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতের কাজ শেষে শহরের ২নং রেল গেট এলাকা থেকে রিকশায় করে দেওভোগের বাসায় ফিরছিলেন হারুনুর রশিদ।

এ সময় দেওভোগে আসতেই একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তাকে। পরে শহরের ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
‌এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।