মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টায় ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকাতে এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘটে। নিহত হারুনুর রশিদ দেওভোগ নাগবাড়ি এলাকায় কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতের কাজ শেষে শহরের ২নং রেল গেট এলাকা থেকে রিকশায় করে দেওভোগের বাসায় ফিরছিলেন হারুনুর রশিদ।
এ সময় দেওভোগে আসতেই একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তাকে। পরে শহরের ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসআরএস/আরআই