ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
গাংনীতে আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে ডলি খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।

নিহত ডলি ওই গ্রামের কলেজপাড়ার মিনারুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে মশার কয়েল জ্বালিয়ে ডলি তার স্বামী সন্তানসহ ঘুমিয়ে পড়েন। মশার কয়েলের পাশেই ছিল গ্যাস লাইট। একপর্যায়ে কয়েল জ্বলতে জ্বলতে গ্যাস লাইটের কাছে গেলে তা বিস্ফোরিত হয়ে ডলির গায়ে আগুন ধরে যায়। এসময় তার স্বামী মিনারুল আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে আশপাশের লোকজনকে ডেকে এনে ডলিকে উদ্ধার করে হাসপাত‍ালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে মিনারুলও সামান্য আহত হয়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৭

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।