ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ক্রেডিট সুপারভাইজর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
নন্দীগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ক্রেডিট সুপারভাইজর নিহত নিহত যুব উন্নয়ন অধিদফতরের ক্রেডিট সুপারভাইজর সাইফুল ইসলাম

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের ক্রেডিট সুপারভাইজর সাইফুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের হোসেন আলীর ছেলে।

তিনি ১৯৯৮ সালে নন্দীগ্রাম উপজেলা যুব উন্নয়ন অধিদফতরে ক্রেডিট সুপারভাইজর পদে যোগ দেন।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, বগুড়া থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্র-ঘ-১১-৫৩১৬) পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজর সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই কাজল কুমার নন্দী।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমবিএইচ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।