বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের হোসেন আলীর ছেলে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, বগুড়া থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্র-ঘ-১১-৫৩১৬) পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজর সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই কাজল কুমার নন্দী।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমবিএইচ/জিপি/এএ