বুধবার (১৫ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ফরিদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
আহতরা হলেন-একই গ্রমের মৃত আব্দুর রউফের দুই ছেলে হারুন, তরুণ, মৃত ছালামত আলীর ছেলে সিরাজুল ও আরো একজনের নাম জানা যায়নি।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ফরিদপুর গ্রামে জয়নাল আবেদীনের জমিতে লাগানো গাছ তার প্রতিবেশী মতিউর রহমান ও আনিছুর রহমানসহ কয়েকজন জোর করে কাটতে যান।
এ সময় জয়নাল আবেদীনসহ তার স্বজনরা বাধা দিলে মতিউর রহমানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এ ঘটনায় জয়নাল আবেদীন ও আরো চারজন গুরুতর আহত হলে প্রথমে তাদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জয়নাল আবেদীনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জয়পুরহাট থানা পুলিশ ওই গ্রামের আব্দুল হাকিমের দুই ছেলে আকরোট ও বকুল, আব্দুল মতিনের ছেলে শহিদুল ইসলাম ও মাহফুজুর রহমানের ছেলে শাহাজাহান আলীকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৭
আরএ