ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া বাজার এলাকা থেকে বিদেশি বন্দুক ও গুলিসহ দুই ডাকাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সিপিসি-২ এর একটি দল।
বুধবার (১৫ মার্চ) ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মুনুড়ীয়া গ্রামের নিরঞ্জ বিশ্বাসের ছেলে বিবেক আনন্দ বিশ্বাস (৩৬) ও কুশাবাড়ীয়া গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোশাররফ হোসেন মোল্লা (৩০)
ঝিনাইদহ র্যাব-৬ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিউজকে জানান, নারিকেলবাড়ীয়া বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ওই দু’জনকে আটক করতে সক্ষম হয় র্যাব। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটক দু’জনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।