শাওবান সরদার উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের মৃত মজিবর সরদারের ছেলে।
বুধবার (১৫ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দরগাহাট কালিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পরে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত শাওবান সরদারকে কিছুদিন আগে ৬ মাস কারাদণ্ডাদেশ দেন পরিবারিক আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমবিএইচ/এসআরএস/জেডএস