ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ায় খবির উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন সালাম শেখ (২২), জামেল মণ্ডল (৩০) ও হামিদ মালথা (৩৫)।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের মুক্তিযোদ্ধা খবির উদ্দিন প্রতিবেশী বজলুর রহমানের চরের মাঠে সেচের জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে বাড়ি থেকে বের হন। পরদিন ভোরে বৈদ্যুতিক মোটরের পাশে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী উরজিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে এ হত্যার ঘটনায় ওই তিনজনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে পুলিশ তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।