ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
গাজীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরে ট্রেনের ধাক্কায় উম্মে মারিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে গাজীপুর সিটি করপোরেশনের তালটিয়া এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

উম্মে মারিয়া গাজীপুর সিটি করপোরেশনের করমতলা এলাকার আজহারুল হকের মেয়ে।

সে স্থানীয় মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে তালটিয়া এলাকার ঢাকা-নরসিংদী রেললাইনে পাশ দিয়ে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল উম্মে মারিয়া। এ সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নেয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আরএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।