বুধবার (১৫) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ ধর্মঘট পালিত হয়।
হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, নারী আত্মরক্ষা কমিটি, সাজেক নারী সমাজ এবং ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন-নিহত কলেজ ছাত্রী ইতি চাকমার মা ভদ্রপতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা প্রমুখ।
বক্তারা ইতি চাকমা হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া ২৯ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারণ ও এক ঘণ্টা ক্লাস বর্জন কর্মসূচিও ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৭
আরএ