বুধবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাতে উপজেলার টরকী বাজার সংলগ্ন খবরি সরদারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার বড়কসবা এলাকার মো. আলাউদ্দীন ফকিরের ছেলে মো. রাকিব ফকির সুজন (২২) ও সাউদের খাল এলাকার মো. জিয়াউল সরদারের ছেলে মো. নাঈম সরদার (১৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার টরকী বাজার সংলগ্ন খবরি সরদারের বাড়ির সামনে ৠাব অভিযান চালায়। এসময় ৫০৫ গ্রাম গাঁজা ও ৪২৬ পিস ইয়াবসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. ইসমাইল করিম বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএস/এনটি