ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নুসরাতের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১ কোটি টাকা অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
নুসরাতের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১ কোটি টাকা অনুদান অসুস্থ নুসরাতের হাতে অনুদানের চেক হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী/ছবি: পিআইডি

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে অসুস্থ নুসরাতের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাত গত বছরের ১৯ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে হোটেল রেডিসনের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মুখমণ্ডলে আঘাত লাগে। মাথা ও মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত ১৯ ও ২২ অক্টোবর দু’টি নিউরোলজিক্যাল অপারেশন করা হয়।

১৯ অক্টোবর তার মাথার খুলি খুলে রেখে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে নেওয়া হয় নুসরাতকে। সেখানে কৃত্রিম খুলি সংযোজন করা হয়। এখন পর্যন্ত এক কোটি ৭৫ লাখ টাকা এ হাসপাতালে খরচ হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে অন্তত আরও আড়াই মাস নিবিড় পরিচর্যায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এর আগে দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন আহত সাবরিনা নুসরাতের পরিবারকে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।