ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ডাবল মার্ডারের ঘটনায় কুড়িগ্রাম থেকে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
দিনাজপুরে ডাবল মার্ডারের ঘটনায় কুড়িগ্রাম থেকে গ্রেফতার ১ দিনাজপুরের বোচাগঞ্জে ফরহাদ হোসেন চৌধুরী ও গৃহকর্মী রূপালী বেগম হত্যার ঘটনায় আটক এছহাক আলী

কুড়িগ্রাম: দিনাজপুরের বোচাগঞ্জে ফরহাদ হোসেন চৌধুরী ও গৃহকর্মী রূপালী বেগম হত্যার ঘটনায় এছহাক আলী (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) ভোরের দিকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজলোর দক্ষিণ পাথরডুবি এলাকার বাড়ি থেকে কুড়িগ্রাম পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, এছহাক আলী ওই গ্রামের মৃত আজিমদ্দিন পীরের ছেলে।

তিনিও নিজেকে পীর বলে দাবি করেন।  

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, এছহাককে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।