ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকার ৩ নং রোডে মোবাইল ফোনে কথা বলার সময় গাড়ির ধাক্কায় বাদল মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাদলের বাড়ি নোয়াখালী জেলায়।

তিনি আশুলিয়া এলাকায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

নিহত বাদলের সহকর্মী আ. জলিল জানান, তারা ভাটারায় এলাকার ৩ নং রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় গেলে একটি পাইলিংয়ের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।