ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দেশে ১২ দশমিক ৯ শতাংশ মানুষ হতদরিদ্র

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
দেশে ১২ দশমিক ৯ শতাংশ মানুষ হতদরিদ্র মতবিনিময় সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

খুলনা: বর্তমানে দেশে মোট জনসংখ্যার ১২ দশমিক ৯ শতাংশ মানুষ হতদরিদ্র। সরকারের লক্ষ্য দেশ থেকে হতদরিদ্রের সংখ্যা কমিয়ে আনা। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ একথা বলেন।

বুধবার (১৫ মার্চ) দুপুরে খুলনা সার্কিট হাউজে খাদ্য মন্ত্রণালয়ের কর্মসূচি নিয়ে খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

সচিব বলেন, প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং কর্মসূচির অন্যতম হচ্ছে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজিতে চাল দেওয়া।

এছাড়া ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল করার কথাও বলা হয়েছে এসডিজিতে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ) মো. আতাউর রহমান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান এবং আধুনিক খাদ্য সংরক্ষণাগারের প্রকল্প পরিচালক মো. গাজীউর রহমান।
 
অনুষ্ঠানে খুলনা বিভাগের জেলা ও উপজেলার খাদ্য কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমআরএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।