বুধবার (১৫ মার্চ) দুপুরে খুলনা সার্কিট হাউজে খাদ্য মন্ত্রণালয়ের কর্মসূচি নিয়ে খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
সচিব বলেন, প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং কর্মসূচির অন্যতম হচ্ছে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজিতে চাল দেওয়া।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ) মো. আতাউর রহমান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান এবং আধুনিক খাদ্য সংরক্ষণাগারের প্রকল্প পরিচালক মো. গাজীউর রহমান।
অনুষ্ঠানে খুলনা বিভাগের জেলা ও উপজেলার খাদ্য কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমআরএম/আরআইএস/এএ