বুধবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া চরের একটি গম ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোলাইমান হরিনবাড়ীয়া চরের কুতুব শেখের ছেলে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা হরিনবাড়ীয়া ব্রিজের পাশে বিল্লালের গম ক্ষেতের মধ্যে সোলাইমানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের চোখে, নাকে ও কানে জখমের চিহ্ন রয়েছে। এছাড়াও তার মুখে ও শরীরের বিভিন্নস্থানে বিষের গন্ধ রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনটি