ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এক হাজার পিস ইয়াবাসহ হোসেন আলী ওরফে ছোটন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৫ মার্চ) দুপুরে হরিপুর উপজেলার রনহাট্রা চৌরঙ্গি এলাকা থেকে তাকে আটক করা হয়। ছোটন হরিপুর উপজেলার রনহাট্রা চৌরঙ্গি গ্রামের আমান উল্লাহর ছেলে।

ঠাকুরগাঁও ডিবি সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চৌরঙ্গি আব্দুল লতিফের চায়ের দোকানের সামনে থেকে এক হাজার পিস ইয়াবাসহ ছোটনকে আটক করা হয়।

ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও জেলায় এই প্রথম এক হাজার পিস ইয়াবারসহ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ছোটন ঠাকুরগাঁও ও পঞ্চগড় দুই জেলায় মাদকদ্রব্য বিক্রি করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।