বুধবার (১৫ মার্চ) দুপুরে হরিপুর উপজেলার রনহাট্রা চৌরঙ্গি এলাকা থেকে তাকে আটক করা হয়। ছোটন হরিপুর উপজেলার রনহাট্রা চৌরঙ্গি গ্রামের আমান উল্লাহর ছেলে।
ঠাকুরগাঁও ডিবি সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চৌরঙ্গি আব্দুল লতিফের চায়ের দোকানের সামনে থেকে এক হাজার পিস ইয়াবাসহ ছোটনকে আটক করা হয়।
ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও জেলায় এই প্রথম এক হাজার পিস ইয়াবারসহ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ছোটন ঠাকুরগাঁও ও পঞ্চগড় দুই জেলায় মাদকদ্রব্য বিক্রি করেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনটি