ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘উন্নয়নের জন্য সব শক্তি নিয়োগ করেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
‘উন্নয়নের জন্য সব শক্তি নিয়োগ করেছি’

ঢাকা: সর্বত্র দ্রুত উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়নের জন্য আমরা আমাদের সব শক্তি নিয়োগ করেছি’।

বুধবার (১৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস ডা নবরেগা (Wanja Campos Da Nobrega) বিদায়ী সাক্ষাত করতে এলে এসব কথা বলেন তিনি।

ব্রাজিলের রাষ্ট্রদূত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, বিশেষ করে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও নেতৃত্বের প্রশংসা করেন।

এর উত্তরে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আর্দশকে ভিত্তি করে তার সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। জীবনের বড় একটা অংশ জেলে কাটিয়েছেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

ব্রাজিলের বাজারে তৈরি পোশাক ছাড়াও সিরামিক ও ফার্মাসিউটিক্যালসের সম্ভাবনাময় বাজারের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ইতোমধ্যে এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

দুই দেশের সুসর্ম্পকের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে খুবই ভালো সর্ম্পক বিদ্যমান।

কৃষিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন ওয়ানজা ক্যাম্পোস।

এ প্রসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

দেশের বিদ্যুৎ উৎপাদনের সফলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে আমাদের এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭২৬ মেগাওয়াট’।

এপ্রিলে আসন্ন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের পরবর্তী সম্মেলনে ব্রাজিলের বড় প্রতিনিধি দল আসবেন বলে জানান রাষ্ট্রদূত।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন দেখে আমরা বিস্মিত’।

নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ইউনিয়ন পরিষদে নারীদের জন্য ৩০ শতাংশ আসন ও প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের জন্য কোটা সংরক্ষণ করেছে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, প্রতিরক্ষাসহ সবক্ষেত্রে আজ নারীদের শক্তিশালী প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি বলেন, জনসংখ্যার ৫০ শতাংশ নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে একটি দেশ সামনে এগিয়ে যেতে পারে না।

জামালপুরের ইসলামপুরে স্কুল ফিডিং কার্যক্রম দেখে অভিভূত হয়েছেন জানিয়ে এর প্রশংসা করেন রাষ্ট্রদূত।

ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ওয়ানজা ক্যাম্পোস।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।