ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ক্রীড়া অঙ্গনেও প্রতিবন্ধীরা সাফল্য অর্জন করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ক্রীড়া অঙ্গনেও প্রতিবন্ধীরা সাফল্য অর্জন করছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও দেশ-বিদেশে সাফল্য অর্জন করছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন স্বাবলম্বী সংস্থা ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ও ডিএফআইডি বাংলাদেশের সহযোগিতায় পুটিমারী উদয়ন স্বাবলম্বী সংস্থা চত্বরে জনতার সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ।

বর্তমানে প্রতিবন্ধীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া অঙ্গন থেকে শুরু করে সবক্ষেত্রেই অংশ নিচ্ছেন। তবে রাষ্ট্রীয় অধিকার ও সুযোগ সুবিধা যথাযথভাবে পেলে তারা আরও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা কারও দয়া বা করুণা নয়, নিজেরাই সবক্ষেত্রে অবদান রাখতে পারবে। আর এজন্য বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে।

উদয়ন সাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদৎ হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রেহেনা বেগম, গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম এ আবদুস সালাম ও ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

এছাড়া জনতার সংলাপ অনুষ্ঠানে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী শিশু, নারী-পুরুষ ও এলাকার সুধি মহল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।