ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় অটোরিকশা উল্টে শিশুসহ আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
মুক্তাগাছায় অটোরিকশা উল্টে শিশুসহ আহত ৪ দুর্ঘটনাকবলিত অটোরিকশা

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে শিশুসহ ৪ জন আহত হয়েছেন। 

বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার তারাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, স্থানীয় তারাটি এলাকা থেকে উপজেলা সদরে আসার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে শিশুসহ ৪ জন আহত হন। পরে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

জানতে চাইলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বাংলানিউজকে জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।