ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে অস্ত্রসহ অজ্ঞান পার্টির তিন সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
সিলেটে অস্ত্রসহ অজ্ঞান পার্টির তিন সদস্য আটক সিলেটে অস্ত্রসহ অজ্ঞান পার্টির তিন সদস্য আটক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: অস্ত্র, গুলি ও চেতনানাশক পাউডারসহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে সিলেট জেলা পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ ধারাবহর এলাকার হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), উপজেলার আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)।

বুধবার (১৫ মার্চ) দুপুরে আটককৃতদের নিয়ে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাত্রিকালীন অভিযানে বুধবার ভোরে পৌনে ৬টার দিকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে একটি টিম প্রাইভেটকারে আসা যাত্রীবেশী অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করে।

আটককালে জসিম উদ্দিনের শরীর তল্লাশি করে ৫ রাউণ্ড গুলিসহ দেশীয় রিভলবার, আজিম উদ্দিনের কাছ থেকে একটি দেশীয় এলজি ও সরফ উদ্দিনের পকেট থেকে ৬ রাউণ্ড কার্তুজ এবং ছোট সাদা পলিথিনের মধ্যে থেকে চেতনানাশক পাউডার উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।

সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সিলেট জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনইউ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।