বুধবার (১৫ মার্চ) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা কমিটি আয়োজিত এ সভায় তিনি বলেন, সুন্দরগঞ্জের উপনির্বাচনের মাধ্যমেই নির্বাচন কমিশন (ইসি) একটি ম্যাসেজ ছড়িয়ে দিতে চায়, শুধু এই নির্বাচন নয়, বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
সিইসি আরও বলেন, ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারে সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব পদেক্ষপ নিয়েছে। এছাড়া সুন্দরগঞ্জের এ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের প্রথম জাতীয় নির্বাচন। সেজন্য এ নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে এবং মূল্যায়ন করা হবে।
জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন- নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সুন্দরগঞ্জ উপ-নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (প্রতীক-নৌকা), জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী (প্রতীক-লাঙ্গল), জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (প্রতীক-মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (প্রতীক-সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (প্রতীক-মাছ), এনপিপির জিয়া জামান খান (প্রতীক-আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (প্রতীক-আপেল)।
৩১ ডিসেম্বর আততায়ীর গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন মারা যাওয়ায় এ আসন শূন্য হয়।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসআই