ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাঙালি অনেক উজ্জ্বল ইতিহাসের অধিকারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
বাঙালি অনেক উজ্জ্বল ইতিহাসের অধিকারী মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান-ছবি ডি এইচ বাদল

ঢাকা: বাঙালি অত্যন্ত উজ্জ্বল ইতিহাসের অধিকারী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা না পেলে আমাদের স্বাধীনতা সহজ হতো না। সহায়তা নেওয়াটা লজ্জার কিছু না। ইউরোপের বিভিন্ন দেশসহ পৃথিবীর অনেক দেশই তাদের অধিকার আদায়ে অন্য দেশের সহযোগিতা নিয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরে মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা বলেন।
 
ঢাকার ভারতীয় হাইকমিশন ও মুক্তিযুদ্ধ একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারত সরকার ৬শ জন মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি দিয়েছে। তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, জ্ঞান বড় সম্পদ। এটা আহরণ করা কষ্টকর। জাতিকে এগিয়ে নিতে জ্ঞানের বিকল্প নেই।

মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান-ছবি ডি এইচ বাদলঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সন্তানদের বৃত্তি দেওয়ার মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাচ্ছি। এ পর্যন্ত ১০ হাজার ৩৩০ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। টাকার অঙ্কে যা ১৫ কোটি টাকা।

বাংলাদেশ-ভারতের সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মুক্তির জন্য বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনারা একসঙ্গে রক্ত দিয়েছেন। বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী দু’দেশের সম্পর্কের যে বীজ বপন করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সহায়তায় সে সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। আশা করি এ সম্পর্ক অচ্ছেদ্য থাকবে।

মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান-ছবি ডি এইচ বাদলঅনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান আবুল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমইউএম/আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।