ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যুবকের মরদেহ গুমের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
নারায়ণগঞ্জে যুবকের মরদেহ গুমের অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মোহাম্মদ হালিম (২৫) নামে এক যুবকের মরদেহ গুমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহীদুল ইসলাম (৪৩) নামে এক সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ মার্চ) দুপুরে চাষাঢ়ায় নিমার্ণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।  

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া বলেন, আমাদের কাছে সংবাদ ছিল নিমার্ণাধীন ওই ভবনে এক যুবকের মরদেহ পড়ে রয়েছে।

কিন্তু ঘটনাস্থলে এসে দেখি ভবনের সিকিউরিটি গার্ড ছাড়া এখানে কেউ নেই।  

ঘটনাস্থলে থেকে মাথার খুলির বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিকিউরিটি গার্ড শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
 
এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭ 
আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।