এসময় ছাত্রীর গৃহশিক্ষক জাহাঙ্গীর আলমকে (২২) আটক করা হয়েছে।
জাহাঙ্গীর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকার ইউনুস আলীর ছেলে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ওই ছাত্রী বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
খুঁজে না পেয়ে ওইদিন রাতে ছাত্রীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী জাহাঙ্গীরকে রংপুরের কাউনিয়া পুলিশ ফাঁড়ি এলাকা থেকে আটক করা হয়। এসময় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমবিএইচ/আরআর/জেডএস