ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নিখোঁজ স্কুলছাত্রী রংপুরে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
বগুড়ায় নিখোঁজ স্কুলছাত্রী রংপুরে উদ্ধার

বগুড়া: বগুড়ার শাজাহানপুর থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে রংপুরের কাউনিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় ছাত্রীর গৃহশিক্ষক জাহাঙ্গীর আলমকে (২২) আটক করা হয়েছে।  

জাহাঙ্গীর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকার ইউনুস আলীর ছেলে।

তিনি বগুড়া পলিটেকনিক্যাল কলেজের ছাত্র। শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় বাসা ভাড়া নিয়ে লেখাপড়া করেন।
 
বুধবার (১৫ মার্চ) বিকেলে শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।
 
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ওই ছাত্রী বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
 
খুঁজে না পেয়ে ওইদিন রাতে ছাত্রীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী জাহাঙ্গীরকে রংপুরের কাউনিয়া পুলিশ ফাঁড়ি এলাকা থেকে আটক করা হয়। এসময় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমবিএইচ/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।