সৈয়দ তরুণ মিয়া উপজেলার দাউদপুর গ্রামের সৈয়দ খোকার মিয়ার ছেলে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম বাংলানিউজকে জানান, ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন সৈয়দ তরুণ মিয়া। পথিমধ্যে মোকামতলা রোড সংলগ্ন সুফিয়া মাদ্রাসার পাশে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমবিএইচ/ওএইচ/