বুধবার (১৫ মার্চ) কমিশনের নির্ধারিত বৈঠকে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার মঈন উদ্দিন আহমেদ ও ক্যাশ অফিসার মনিরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগ।
দুদক সূত্রে জানা যায়, মঈন উদ্দিন তার নিজস্ব কম্পিউটারের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকের গ্রাহকদের হিসাব বিকৃত করে অর্থ স্থানান্তরের মাধ্যমে ৩ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৯৭ টাকা আত্মসাৎ করেছেন।
আরও জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগে কমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কাজী মো. আবুল কাশেম চট্টগ্রামের কোতোয়ালি থানায় ২০১৫ সালের ৩১ মার্চ মামলা করেন। মামলা নম্বর ৪০। মামলাটির তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে কমিশনে চার্জশিটের আবেদন করলে কমিশন অনুমোদন দেয়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসজে/আরআর/এএ