ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রাম থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মেনজেনা গ্রামে খলাবাড়ী সড়কের ব্রিজের কাছে একটি ভিটায় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হযরত আলী বাংলানিউজকে বলেন, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে। তার পুরো শরীরে পোড়া মবিলের প্রলেপ রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি হযরত আলী।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএএএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।