পুলিশ জানায়, মেনজেনা গ্রামে খলাবাড়ী সড়কের ব্রিজের কাছে একটি ভিটায় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হযরত আলী বাংলানিউজকে বলেন, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে। তার পুরো শরীরে পোড়া মবিলের প্রলেপ রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি হযরত আলী।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএএএম/জিপি/জেডএস