১২ মাসে বরিশাল বিভাগের ৬ জেলায় ৯২টি অভিযান পরিচালনা করেছেন এই আদালত। এসব অভিযানে ৩ হাজার ৯০৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এএইচএম রাসেদ লিখিত এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসমস্ত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পুনঃচক্রায়ন করে নিত্য ব্যবহার্য্য জগ, মগ, বালতি, গামলা, বদনাসহ প্রায় ৫০ ধরনের প্লাস্টিক সামগ্রী তৈরির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত গাজীপুর জেলার মৈত্রী শিল্প ফ্যাক্টরিতে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তরের আগে পলিথিন শপিং ব্যাগ কেটে টুকরো টুকরো করা হয়।
সহকারী পরিচালক আরো জানান, এ প্লাস্টিক কারখানায় শারীরিক প্রতিবন্ধীরা নিত্য ব্যবহার্য্য জগ, মগ, বালতি, গামলা, বদনাসহ প্রায় ৫০ ধরনের প্লাস্টিক সামগ্রী উৎপাদন করে।
এ প্রতিষ্ঠানের মুক্তা ব্যান্ডের ড্রিংকিং ওয়াটার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএস/আরএ