বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ‘সেলিব্রেটিং ওম্যান অ্যাট ওয়ার্ক’ এর উন্মুক্ত আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
আলোচনায় বিভিন্ন সেক্টরের সফল ও কর্মরত কয়েকশত নারী অংশ নিচ্ছেন।
বার্নিকাট বলেন, দু’টি দেশেই মেয়েরা সংগ্রাম করে চলেছেন। তবে স্বাধীনতার ৪৬ বছরে এসে বাংলাদেশের নারীদের অগ্রগতি অনেক।
তিনি বলেন, ‘আমি দুনিয়ার কোথাও নারী দিবসের এতো আয়োজন দেখিনি। এতো নারীর অংশ নেওয়া দেখিনি। এটি আমার ১২তম আয়োজনে অংশ নেওয়া’।
‘আমি যখন ১৯৮১ সালে আমেরিকায় পাবলিক সার্ভিসে যোগ দেই, তখন সেখানেও পথচলা সহজ ছিলো না। আমাদেরও সংগ্রাম করতে হচ্ছে’।
বার্নিকাট বলেন, ‘বাংলাদেশে মোট জনসংখ্যার ৫০ শতাংশ নারী। এখানে নারীরা যেভাবে তথ্যপ্রযুক্তিতে অংশ নিচ্ছেন, সেটি অনুকরণীয়। আমার এখানে আইটি স্পেশালিস্ট হিসেবে একজন নারী যোগ দিয়েছেন। আমি তাকে বলেছি, বাংলাদেশের নারীদের কাছ থেকে শিখতে। এখানকার নারীরা সাহসী’।
তিনি বলেন, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের অধিকার নিয়ে সচেতনতা অনেক। মেয়েদের অংশগ্রহণ অনেক। এখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। এখানে প্রযুক্তির সুবিধা সব পর্যায়ে পৌঁছে গেছে।
আলোচনায় অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার এবং ওম্যান ওয়ার্ল্ডের ফারহানা এইচ রহমান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ফেয়ার অ্যান্ড লাভলি ও বেসিস ওম্যান ফোরাম।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএন/ওএইচ/এএসআর
** চলছে সেলিব্রেটিং ‘ওম্যান অ্যাট ওয়ার্ক’