বুধবার (১৫ মার্চ) এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন কেমিক্যাল পারফিউমারি অ্যান্ড অ্যাসিডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত কয়েকদিন পুরান ঢাকার কেমিক্যাল ও রাসায়নিক দ্রব্যের গোডাউনগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সেই অভিযানের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর থেকে বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেইন্ট, ডাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অধিভুক্ত সদস্যদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য আলোচনায় বসার অনুরোধ জানিয়ে অ্যাসোসিয়েশনগুলোর পক্ষে এফবিসিসিআই সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে ১৪ মার্চ চিঠি পাঠান।
এ বিষয়ে মেয়রের ইতিবাচক সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এএম/এএ