ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে চারটি ইটভাটায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
কুমারখালীতে চারটি ইটভাটায় জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার চারটি ইটের ভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিব আল রাব্বী এ জরিমানা করেন।

শাকিব আল রাব্বী জানান, অনুমোদনহীনভাবে ইট ও কাঠ পোড়ানোর অপরাধে একেবি ব্রিকসের মালিক আমিরুল ইসলামকে দুই লাখ টাকা, মহুয়া ব্রিকসের মালিক আনোয়ার হোসেনকে এক লাখ ২০ হাজার টাকা, টি জে ব্রিকসের মালিক ফারুখ হোসেনকে ৯০ হাজার টাকা, কেশবপুর এলাকার সৈনিক ব্রিকসের মালিক আব্দুল করিমকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান, পরিদর্শক আব্দুল গফুরসহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।