ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হবে গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হবে

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তা চুক্তি প্রায় শেষ পর্যায়ে। নিয়ম-কানুন সম্পন্ন করে সময়মতো ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হয়ে যাবে।

এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ভারত সফর করবে উল্লেখ করে তিনি বলেন, তখন যদি নাও হয়, তারপর যে কোনো সময় হতে পারে। ভারত আর বাংলাদেশতো দূরের দেশ নয়।

যখন সব কার্যক্রম চুড়ান্ত হয়ে যাবে তখন চুক্তিও সম্পন্ন হবে। তিস্তা চুক্তি হবেই, এখন শুধু সময়ের ব্যাপার।

বুধবার (১৫ মার্চ) বিকেলে জেলার বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নবনির্মিত ছাত্রাবাস, মাল্টিপারপাস হল ও ক্যাম্পাসের শহীদ মিনার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিস্তা চুক্তিকে কেন্দ্র করে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা তিস্তা চুক্তির বিষয়ে আজকে পানি ঘোলা করার চেষ্টা করছেন, তারা নিজেরাতো কিছু করতে পারেননি, সেজন্যই নেত্রীকে (শেখ হাছিনা) পদে পদে বাধা দিচ্ছেন।

বর্তমান সরকারের উন্নয়নে বিরোধীদল এখন দিশেহারা। তারা এখন হিংসার আগুনে জ্বলছে। শেখ হাছিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে জনগণের সমর্থন না পেয়ে তারা এখন ষড়যন্ত্রের পথে সরকার হঠানোর চক্রান্ত করছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সামনে নির্বাচন। ঘরের মধ্যে ঘর করা বন্ধ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে, শৃঙ্খলা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচনে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

পরে তিনি নোয়াখালীর গাবুয়া উপশহরে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধন করেন।

এর আগে, দুপুরে মন্ত্রী কবিরহাট বাজারের হাজী ইদ্রিছ চত্বরে আয়োজিত কবিরহাট উপজেলা, পৌরসভা ও কবিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং কবিরহাট জিরো পয়েন্টে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেন।

এসময় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।