ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যা মামলার আসামি দুলালের রিমান্ড মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
শিমুল হত্যা মামলার আসামি দুলালের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ: সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহার নামীয় আসামি দুলাল হোসেনের (৪২) ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) বিকেলে শাহজাদপুর উপজেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

দুলাল হোসেন শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

গত ২ মার্চ রাতে তাকে পাবনা জেলার ভাঙ্গুরা থেকে গ্রেফতার করা হয়।
 
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, দুলাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র ও ছাত্রলীগের একটি গ্রুপের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।