বুধবার (১৫ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
প্রিয়াংকা উপজেলার ছৈলাখেল গ্রামের নিপুল বিশ্বাসের মেয়ে ও স্থানীয় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো স্কুল থেকে মধ্যাহ্ন বিরতিতে খাবার খেতে বাড়িতে যায় প্রিয়াংকা। বিকেলে ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পান বাড়ির লোকজন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি আত্মহত্যা কিনা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনইউ/আরআইএস/এএ