ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ভুয়া মেজর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
বগুড়ায় ভুয়া মেজর আটক আটক ভুয়া মেজর শাহ মাহমুদুল হাসান

বগুড়া: বগুড়ায় একটি চার তারকা হোটেল থেকে শাহ মাহমুদুল হাসান (৩৩) নামে ভুয়া এক মেজরকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের ছিলিমপুর এলাকায় অবস্থিত হোটেল নাজ গার্ডেন থেকে পুলিশ তাকে আটক করে।

আটক শাহ মাহমুদুল হাসান চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার সামনীপাড়ার মৃত এজাবত উল্যাহর ছেলে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বুধবার আটক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে নাজ গার্ডেনের চতুর্থ তলার একটি কক্ষ ভাড়া নেন। পরে বিকেলের দিকে হোটেলে অবস্থানকারী ভুয়া মেজরের কাছে অজ্ঞাত পরিচয়ের এক যুবক আসেন।

এতে সন্দেহের সৃষ্টি হলে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলে আসেন এবং মেজর পরিচয়দানকারী শাহ মাহমুদুল হাসানকে সেখানেই জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জিজ্ঞাসাবাদে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ভুয়া পরিচয়ের বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করে সদর থানা পুলিশ নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।