ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পলকের কণ্ঠে আজম খানের গান (ভিডিও)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
পলকের কণ্ঠে আজম খানের গান (ভিডিও) আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান/ছবি: দীপু মালাকার

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক গাইলেন পপগুরু আজম খানের জনপ্রিয় গান ‘অভিমানি কাঁদালে।’

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেটিং উইম্যান অ্যাট ওয়ার্ক’ অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন জুনায়েদ আহমেদ পলক।

অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করছিলেন শিল্পী এলিটা।

তার অনুরোধে পলক তার প্রিয় শিল্পী আজম খানের গানটি পরিবেশন করেন। তার কণ্ঠে- ‘তুমি তো কাঁদালে/ তুমি তো বাঁচালে... অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো...’ আজম খানের জনপ্রিয় গানটি শুনে মুগ্ধ হন দর্শক-শ্রোতারা।

এর আগে প্যানেল আলোচক হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, নারী বা পুরুষ কার চেয়ে কার দক্ষতা বেশি, সেই তুলনার চেয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি জানান, একটি মাতৃতান্ত্রিক পরিবারে তিনি বড় হয়েছেন। তার মা যেখানে কর্তৃত্বের নিয়ন্ত্রক ছিলেন। এছাড়াও তার স্ত্রীর স্কুলের বেতন ছিল তার নিজের সংসারের প্রথম আয়।

আইসিটি খাতে ৩০ শতাংশ নারীর কোটা রয়েছে এবং তা ২০২১ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করা হবে বলেও জানান তিনি।

আলোচনায় অংশ নেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, উইম্যান ওয়ার্ল্ডের ফারহানা এইচ রহমান।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ফেয়ার অ্যান্ড লাভলী ও বেসিস উইম্যান ফোরাম।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।