বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেটিং উইম্যান অ্যাট ওয়ার্ক’ অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন জুনায়েদ আহমেদ পলক।
অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করছিলেন শিল্পী এলিটা।
এর আগে প্যানেল আলোচক হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, নারী বা পুরুষ কার চেয়ে কার দক্ষতা বেশি, সেই তুলনার চেয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি জানান, একটি মাতৃতান্ত্রিক পরিবারে তিনি বড় হয়েছেন। তার মা যেখানে কর্তৃত্বের নিয়ন্ত্রক ছিলেন। এছাড়াও তার স্ত্রীর স্কুলের বেতন ছিল তার নিজের সংসারের প্রথম আয়।
আইসিটি খাতে ৩০ শতাংশ নারীর কোটা রয়েছে এবং তা ২০২১ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করা হবে বলেও জানান তিনি।
আলোচনায় অংশ নেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, উইম্যান ওয়ার্ল্ডের ফারহানা এইচ রহমান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ফেয়ার অ্যান্ড লাভলী ও বেসিস উইম্যান ফোরাম।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএন/এমজেএফ