ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

হোলি উৎসবের অপ্রীতিকর ঘটনায় আটক ৩ জন কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
হোলি উৎসবের অপ্রীতিকর ঘটনায় আটক ৩ জন কারাগারে ফাইল ছবি

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজারে হোলি উৎসবে অপ্রীতিকর ঘটনায় আটক তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন আকাশ (১৯), মো. সিফাত (২০) মামুন (১৮)।

বুধবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
কোতোয়ালি থানার ওসি জানান, পুরান ঢাকার শাঁখারীবাজারে রোববার (১২ মার্চ) হোলি উৎসবে কিছু বখাটে পথচারী ও অফিসগামীদের রঙ মাখিয়ে লাঞ্ছিত করে। তারা নারীদের গায়ে মুখে রঙ লাগিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে। দুই বোনকে আসামিরা জোর করে রঙ লাগায়। আহাদ নামের ভুক্তভোগীর বড় ভাই এ ঘটনায় কোতোয়ালি থানায় নারী নির্যাতন প্রতিরোধ আইনের ১০ (৩০) ধারায় মঙ্গলবার (১৩ মার্চ) মামলা করেন। পরে পুলিশ তাদের আটক করে।

বাংলাদেশ সময়:  ২২১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসটি/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।