ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রামপুরায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
রামপুরায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর রামপুরায় ভবনের ছাদ থেকে পড়ে মিঠু রায় (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৫ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার উলন রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু রায় বরিশাল গৌরনদী উপজেলার কলাবাড়ি গ্রামের রাফেল রায়ের ছেলে।

তিনি রাজধানীর বনশ্রীর বি ব্লকে থাকতেন।

মিঠুর নিকটতম আত্মীয় উজ্জ্বল সিকদার জানান, তারা রামপুরার ‘হেলদি ট্যাংক বিডি’ নামের একটি কোম্পানির শ্রমিক। চুক্তিতে তারা তিন জন উলন রোডের ‘থাই প্লাস্টিক এলাকার একটি এপার্টমেন্ট’ ভবনের ৯ তলার ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে যান।

এ সময় ট্যাংকের উপর থেকে ছাদে নামার সময় নিচে পড়ে যান মিঠু। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এজেএস/এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।