বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, যাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান পল্টনে জিয়ো পয়েন্টের সামনে উল্টে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
আহতরা হলেন, রোকন (২৫), রহিম (২০), মিঠুন (৩৭), সুমন (২৮), ফজলু (২২), খোকন (২৫), রোমান (২১), হারুন(৫০), নারায়ণ (৪৫) এবং অজ্ঞাতনামা একজন।
আহতরা জানান, রাজধানীর শনিআখড়া থেকে একটি পিকআপ ভ্যান ভাড়া করে কিছু মালামাল নিয়ে সিরাজগঞ্জের একটি মেলার উদ্দেশে রওয়ানা করেন তারা। জিরো পয়েন্টে পৌঁছালে ভ্যানটি উল্টে যায়।
আহতদের দাবি একটি যাত্রীবাহী বাস তাদের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল সূত্র জানায় আহত ফজলু, রোমান ও খোকনের অবস্থা গুরুতর।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এজেডএস/এমজেএফ