বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুয়াখালী এলাকার দাগনভুঞাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই বাড়ির ফকির আহম্মদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় টিভি দেখার সময় তার মা তাকে পড়ালেখা করতে বলে। কিন্তু আরাফাত টিভি দেখতে থাকলে তার মা তাকে বকাঝকা করেন।
এর কিছুক্ষণ পর অভিমানে নিজের শোয়ার ঘরে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে আরাফাত।
টের পেয়ে আরাফাতের মা তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চত করেন।
বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমজেএফ