বুধবার (১৫ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লালন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রাজেন্দ্রপুর গ্রামের বাহার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর একটি অটোরিকশা সাভার সেনানিবাস এলাকায় যাচ্ছিল।
এ সময় ধামরাই থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নবীনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক লালন মারা যান।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আনোয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএফআই/এমজেএফ