বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে জমিতে পানি দেওয়ার সময় অপহৃত হন।
মোশাররফ হোসেনের চাচাতো ভাই বজলুর রহমান মাস্টার জানান, মোশাররফ হোসেন ও কৃষক আলফাজ উদ্দীন বাড়ির পার্শবর্তী একটি মাঠে ফসলের জমিতে পানি দিচ্ছিলেন।
এ সময় অপহরণকারীরা অস্ত্রের মুখে মোশাররফ হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। অপর কৃষক আলফাজ হোসেন তাদের বাধা দিতে গেলে তাকে মারধর করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অপহরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএফআই/এমজেএফ