ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজনগরে মাদকসহ মা-মেয়ে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
রাজনগরে মাদকসহ মা-মেয়ে আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরের ফেনসিডিল ও গাঁজাসহ কলেজ ছাত্রী ও তার মাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউরা চা বাগান থেকে ২১ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা ও ৫ বোতল ভারতীয় হুইস্কিসহ মা বিদ্যা রাজভর (৬০) ও মেয়ে সাবিত্রী রাজভরকে (১৯) আটক করে মৌলভীবাজার ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে জানান,  আটক মা ও মেয়ের নামে ডিবি পুলিশ বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছে।

তবে রাজনগর থানায় তাদের হস্তান্তর করেনি। ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে।

মাথিউরা চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুপ্রিম গৌড় বাংলানিউজকে বলেন, বিদ্যা রাজভরের ছেলে মাদক ব্যবসায়ী। কিন্তু মা-মেয়ে এতে জড়িত নন। সাবিত্রী কলেজ ছাত্রী। তাছাড়া সাবিত্রী রাজভরের বিয়ে আগামী বৈশাখ মাসে ধার্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।