বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউরা চা বাগান থেকে ২১ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা ও ৫ বোতল ভারতীয় হুইস্কিসহ মা বিদ্যা রাজভর (৬০) ও মেয়ে সাবিত্রী রাজভরকে (১৯) আটক করে মৌলভীবাজার ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে জানান, আটক মা ও মেয়ের নামে ডিবি পুলিশ বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছে।
মাথিউরা চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুপ্রিম গৌড় বাংলানিউজকে বলেন, বিদ্যা রাজভরের ছেলে মাদক ব্যবসায়ী। কিন্তু মা-মেয়ে এতে জড়িত নন। সাবিত্রী কলেজ ছাত্রী। তাছাড়া সাবিত্রী রাজভরের বিয়ে আগামী বৈশাখ মাসে ধার্য করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএফআই/এমজেএফ