বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের কড়াইল বস্তির বউবাজারের বড় মসজিদ সংলগ্ন দোতলা একটি বাসা আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, আগুন যাতে না ছড়িয়ে না পড়ে সেজন্য তারা নিজেরাই লাঠিসোঁটা নিয়ে ঘরের টিন ভাঙেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকতা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাত ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ামাত্র আগুন নিয়ন্ত্রণে ১৪ উইনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
পরে আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। তবে ভোর ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
বনানী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. বোরহান উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসি। নিরাপত্তা কর্মী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।
প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বরও কড়াইল বস্তিতে আগুন লাগে। এতে প্রায় সাড়ে ৪শ’ ঘর ভস্মীভূত হয়। তারও আগে একই বছরের ১৪ মার্চেও রাজধানীর এ বস্তিতে আগুনে পুড়ে যায় অর্ধশত ঘর।
বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭/আপডেট: ০৫১০ ঘণ্টা
এসজেএ/এমএফআই/এমজেএফ/