তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও দুপুরের খাবারের জন্য ভোটগ্রহণে ১ ঘণ্টা বিরতি রাখা হয়েছে।
রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান বাংলানিউজকে জানান, এবারের নির্বাচনে দুটি প্যানেলসহ ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যানেল দুটি হচ্ছে আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের লোকমান আলী-একরামুল হক এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মোজাম্মেল হক-আফতাবুর রহমান প্যানেল।
নির্বাচন কমিশনার আরও জানান, এবার ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি-৩ জন, সাধারণ সম্পাদক-১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ জন, হিসাব সম্পাদক-১ জন, লাইব্রেরি সম্পাদক-১ জন, সম্পাদক অডিট-১ জন, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন-১ জন, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার-১ জন এবং সদস্য পদে ৯ জন রয়েছেন।
নির্বাচনে মোট ৫শ’ ৫৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসএস/এমজেএফ