ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী বারের নির্বাচন বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
রাজশাহী বারের নির্বাচন বৃহস্পতিবার রাজশাহীর কোর্ট চত্বরে গণসংযোগ করছেন এএইচএম খায়রুজ্জামান লিটন

রাজশাহী: রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (১৬ মার্চ)। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হবে।

তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও দুপুরের খাবারের জন্য ভোটগ্রহণে ১ ঘণ্টা বিরতি রাখা হয়েছে।

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান বাংলানিউজকে জানান, এবারের নির্বাচনে দুটি প্যানেলসহ ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুটি প্যানেলে ৪২ জনের পাশাপাশি স্বতন্ত্র আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্যানেল দুটি হচ্ছে আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের লোকমান আলী-একরামুল হক এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মোজাম্মেল হক-আফতাবুর রহমান প্যানেল।

নির্বাচন কমিশনার আরও জানান, এবার ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি-৩ জন, সাধারণ সম্পাদক-১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ জন, হিসাব সম্পাদক-১ জন, লাইব্রেরি সম্পাদক-১ জন, সম্পাদক অডিট-১ জন, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন-১ জন, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার-১ জন এবং সদস্য পদে ৯ জন রয়েছেন।

নির্বাচনে মোট ৫শ’ ৫৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।