বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৬টায় লালবাগ টেম্পুস্ট্যান্ড এলাকার লিলি মার্কেটের ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, লালবাগে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এজেডএস/এমজেএফ