ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণের পথে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণের পথে কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে মধ্যরাতে লাগা ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে এর মধ্যেই বস্তিবাসীর চোখের সামনে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বস্তিবাসীর অনেকগুলো ঘর!

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন আগুন নিয়ন্ত্রণে আসার খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পুরোপুরি নিভতে আরও ঘণ্টা দুয়েক সময় লাগতে লাগতে পারে।

আগুনে বস্তিটির ১৫ শতাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।