ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১ আহত সোহাগ মিয়া

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ মিয়া বাংলানিউজকে জানান, টিএনটি বস্তি সংলগ্ন একটি বাড়িতে আমি বসবাস করি। অগ্নিকাণ্ডের পর আগুন নেভাতে টিনের চালে উঠে যাই।

এ সময় পিঠের ডানদিনের কাঁধ থেকে কোমর পর্যন্ত আগুনের তাপ লাগে। এতে ফোসকা পড়ে যায়।

ঘটনার পর চিকিৎসার জন্য সোহাগ মিয়াকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী জিয়াসমিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে ওই যুবকের আহতের তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।