ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে রোলার চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
নীলফামারীতে রোলার চাপায় যুবক নিহত

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার তরুণীবাড়ী এলাকায় রোড রোলারের চাপায় জামির উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে নীলফামারী-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জামির ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খারগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জামির ট্রাক্টরে করে তরুণীবাড়ী এলাকা অতিক্রম করছিলেন।

এসময় ট্রাক্টরটি রাস্তার পাশে থাকা রোড রোলারকে (রাস্তা মেরামতে ব্যবহৃত যন্ত্র) ধাক্কা দিল রোলারটি চলতে শুরু করে। আর জামির ট্রাক্টর থেকে রাস্তায় পড়ে যান। একপর্যায়ে জামির ওই রোলারের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।